শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগ 

পিরোজপুর প্রতিনিধি

ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগ 

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি জেপি মনোনীত প্রার্থী মাহিবুল হোসেনসহ জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এবং তার জামাতা ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে আচরণ বিধি লংঘনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে আ.লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. ফাইজুর রশিদ খসরু। 

সোমবার (১০ জুলাই) ভান্ডারিয়া উপজেলা আ.লীগের আয়োজনে ভান্ডারিয়া উপজেলা পরিষদের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আ.লীগের সভাপতি ও আ.লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. ফাইজুর রশিদ খসরু। 

সংবাদ সম্মেলনে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, গত ৮ জুলাই জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও স্থানীয় এমপি আনোয়ার হোসেন মঞ্জু ও তার জামাতা ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন গত রোববার বাইসাইকেল মার্কার পক্ষে মিছিল ও মোটর শোভাযাত্রা করে।  

আইন কানুনের কোন তোয়াক্কা না করে ওই শোভাযাত্রায় ২ জন এমপি অংশ নিয়ে শোডাউন করার ফলে স্থানীয় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। 

গত রোববার ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন  মিছিল নিয়ে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় নৌকা মার্কার শ্লোগান দেয়ায় ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগের নেতাদের হুমকি প্রদান করেন। এ সকল ঘটনার জন্য ভান্ডারিয়া উপজেলা আ.লীগ উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তারা আইনানুগ ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি জানান। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধাসহ উপজেলা আ.লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

টিএইচ